ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের মোট ৬০টি জেলায় ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত ভাইরাসটি প্রাণ নিয়েছে মোট ১৪০ জনের। আক্রান্ত মোট ৪ হাজার ৯৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।
শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আরও মারা গেছেন ৯ জন।অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘২৪ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে দেখছি যে এখন আমাদের ৬০ জেলা আক্রান্ত হয়েছে।’তিনি জানান, সর্বশেষ আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর জেলা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘দেশের যে চারটি জেলা এখনও আক্রান্ত হয়নি সেগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।’