Daily Gazipur Online

এগিয়ে চলছে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর কার্যক্রম

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর শাহবাগের বেতার ভবনে প্রাপ্ত জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ( বিএসএমএমইউ ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা মোঃ শারফুদ্দিন আহমেদ এর নির্দেশনায় এগিয়ে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, উচ্চতর মেডিক্যাল শিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে সমন্বিত করে নির্মিত হবে এই হাসপাতাল। যাতে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যায় এবং বিশ্ব দরবারে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয় এবং দেশের মানুষ আরো বেশি করে সর্বাধুনিক চিকিৎসাসেবা পান। আরো বেশি করে দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি ও রোগীদের জন্য কল্যাণকর নিত্য নতুন গবেষণায় কার্যকরী ভূমিকা রাখে সেসব বিষয় বিবেচনায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ নির্মাণ করা হয় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা মোঃ শারফুদ্দিন আহমেদ এমনই নির্দেশনা প্রদান করেছেন। এ উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আজ সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসি অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ আবু নাসার রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখে কোভিড ১৯ এর প্রথম ডোজের (ফাইজারের) টিকা নিয়েছেন ৬৪২ জন এবং দ্বিতীয় ডোজের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) টিকা নিয়েছেন ৮০ জন। এ নিয়ে আজ ৫ জুলাই ২০২১ইং পর্যন্ত ফাইজারের ১৯ শত ২ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৯ হাজার ৯ শত ২ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৬৬ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ সোমবার ৫ জুলাই ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৫৯ হাজার ২ শত ৮৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ সোমবার ৫ জুলাই ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৪ হাজার ৩ শত ৪৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ সোমবার ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৮ শত ৫২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৪ শত ৬৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫ শত ৩৬ জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।