ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সাথে ভারতের কলকাতাস্থ হার্টবিট মেডিকেয়ার প্রাইভেট লিঃ এর পরিচালক বরুনদত্ত ও তার সফরসঙ্গীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় হার্টবিট মেডিকেয়ার প্রাইভেট লিঃ এর নির্বাহী মিঃ অধীর রতœ উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় হার্টবিট মেডিকেয়ারের পরিচালক বরুন দত্ত জানান, হার্টবিট মেডিকেয়ার প্রাইভেট লিঃ এমন একটি প্রতিষ্ঠান যাহা যে সকল বাংলাদেশী রোগী ভারতে চিকিৎসার জন্য যায় তাদের চিকিৎসার সকল ব্যবস্থাপনায় সহযোগিতা করা হয়। সুবিধাজনক ও স্বল্প ব্যায়ে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসার সহায়তা প্রদান করা হয়। এসকল সেবাদানে কার্যক্রম হার্টবিট মেডিকেয়ার প্রাইভেট লিঃ মানবতার কল্যাণে সেচ্ছাশ্রমের ভিত্তিতে করে থাকে।
বাংলাদেশেও এই প্রতিষ্ঠানের একটি অংগ প্রতিষ্ঠান থাকলে বাংলাদেশের রোগীগণ অধিকতর সেবা পেতে সহায়ক হবে। এফবিজেও এর চেয়ারম্যানের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের একটি অংগ প্রতিষ্ঠান স্থাপনে তিনি আগ্রহ প্রকাশ করেন। এই বিষয়ে এফবিজেও এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া আন্তর্জাতিক আইনী প্রক্রিয়ার মাধ্যমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।