এবার টিভি সিরিয়ালে শ্রাবন্তী

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন ছবি আপলোড দিয়ে নিজের অবস্থান ও কার্যক্রমের কথা জানাচ্ছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। কাজ ও আনন্দ আড্ডার মধ্যেও নিজেকে নিয়ে ভাবছেন তিনি। শুক্রবার ফেসবুক পোস্টে লিখেছেন- ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো……
এবার খবর শোনা যাচ্ছে সত্যিই অভিনেত্রী নতুন স্বপ্ন বুনছেন। আর ভাবনা থেকে ছোট পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ছোটপর্দা মাতাবেন তিনি। এই প্রথম ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। তবে কোনও রিয়্যালিটি শোতে নয়, ধারাবাহিকে কাজ করবেন শ্রাবন্তী। ভারতীয় একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘গ্যাংস্টার গঙ্গা’তে দেখা যাবে তাকে।
জানা যায়, চিত্রনাট্য অনুয়ায়ী ধারাবাহিকের মূল চরিত্র গঙ্গা আর গদাইয়ের বিয়ের দৃশ্য হবে খুব শীঘ্রই। আর বিয়ের আসরে বিশেষ অতিথি হিসেবে বর-কনেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হবেন শ্রাবন্তী। গদাইয়ের বিশেষ পারিবারিক বন্ধু শ্রাবন্তী। আর এরইমধ্যে দিয়ে শ্রাবন্তীর প্রথম টেলিভিশনে অভিনয় শুরু হচ্ছে। তবে পরবর্তীতে ছোট পর্দায় শ্রাবন্তীর অভিনয় দেখা যাবে কি-না এ বিষয়ে কোনও কিছু এখনও বলেননি অভিনেত্রী। গেল ১৯ এপ্রিলে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘরোয়াভাবে অনেকটা গোপনে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পর হানিমুন সেরেছেন তিনি। কাজে মনোযোগী হয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here