
ডেইলি গাজীপুর প্রতিবেদক: মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি)‘র সভাপতি বাদল চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মত এবারও চৌধুরীপাড়াস্থ যায় সময় পত্রিকা কার্যালয়ে পিঠা উৎসব ও সংগঠনের তিন সদস্য ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচিত পরিচালক পদে মো: কাউসার খোকন ,জয়নাল আবেদীন ,সাজেদুল ইসলাম রাজু জয় লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয় । অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত, ফুলেল শুভেচ্ছা,দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত, কেককাটা ও হাতে তৈরী পিঠা পরিবেশন করা হয় । উৎসবে এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ বলেন ,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গলী সংস্কৃতির একজন ধারক ও বাহক। তিনি আরো বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি পিঠা উৎসব । এই ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ধরে রাখতে সহযোগীতা করবে । সভাপতি বাদল চৌধুরী বলেন,আমাদের সংগঠন সবসময় বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় উৎসবগুলো পালন করে থাকে । এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাব- এডিটর কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন । সংগঠনের সহ- সভাপতি নুরে আলম শেখ,সোহেল রানা, সাফায়েত হোসেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলাউদ্দিন ,সহ-দপ্তর নুরে আলম, আপ্যায়ন সম্পাদক আনিসুল ইসলাম পলাশ কার্যকারী সদস্য আবদুল খালেক খান , সিনিয়র সদস্য মো: জাকির হোসেন ,নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে । অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ন- সম্পাদক আব্দুল খালেক লাভলু ।






