এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে।
সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাবনা দিয়েছিলাম। মন্ত্রণালয় ১০ জুলাই সায় দিয়েছে।
গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে।
ফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here