Daily Gazipur Online

এয়ারপোর্ট রেস্তোরাঁয় ১৯৯টি মরা মুরগি উদ্ধার:৭ জন আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আমিন মোহাম্মদ গ্রুপ পরিচালিত এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ১৯৯টি মরা মুরগি উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার দুপুরে বিমানবন্দর এলাকায় আমদানি কার্গো ভিলেজের বিপরীত পাশে এ রেস্তারাঁয় এপিবিএনের গোয়েন্দা দল মরা মুরগি জব্দ করে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটায় বিমানবন্দর আর্মড পুলিশের একটি দল বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এয়ারপোর্ট রেস্তোরাঁর ভেতর থেকে ১১৯টি মৃত মুরগি আটক করে। এসময় রেস্টুরেন্টের ম্যানেজার, মৃত মুরগির সাপ্লায়ার, রেস্টুরেন্টের বাবুর্চি সহ ৭ জনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এই মুরগি রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হতো। আটক অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।