স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ দলিপাড়ায় এ এম স্কুল এন্ড কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এম স্কুল এন্ড কলেজের পরিচালক এবং তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য কফিল উদ্দিন, ৫২ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, তুরাগ থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মইনুল ইসলাম,তুরাগ থানা বিএনপি নেতা আলী আহমেদ মুকুল,বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য ও ৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ খান, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জালাল হোসেন খান,প্রচার রসম্পাদক শওকত হোসেন সহ অভিভাবক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। আলোচনা সভার শেষে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত এবং মিষ্টি মুখ করানো হয়।
এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল
