ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের দোয়া মাহফিল

0
316
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন ঢাকায় ৪ মার্চ সোমবার সকাল ১১টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ শামসুল হুদা ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মফিদা আকবর, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশ এর সভাপতি জাহাঙ্গীর খান বাবু, সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের দেশের রাজনীতির অন্যতম পুরোধ ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সাফল্য অগ্রগতিতে তাঁর বিশেষ অবদান রয়েছে। দেশ-জাতির প্রয়োজনে ওবায়দুল কাদেরের বেঁচে থাকা জরুরী। বিচারপতি শামসুল হুদা বলেন, ওবায়দুল কাদের মানবতার কল্যাণে কাজ করে আসছেন। অগণিত মানুষের দোয়া ও ভালবাসায় তিনি সুস্থ্য হয়ে পুনঃরায় দক্ষতার সাথে স্বীয় দায়িত্ব পালন করবেন।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন কর্মীবান্ধব জননেতা। তিনি গণমানুষের কল্যাণে সর্বদা জনহিতকর কাজ করে আসছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রসার ও প্রচারে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি দলের ও সরকারের জন্যে দক্ষ, সৎ, নির্লোভ একজন ব্যক্তি। সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে তাঁর রয়েছে বিশেষ অবদান। দেশ ও জাতির প্রয়োজনে সুস্থ হয়ে তিনি পুনঃরায় দক্ষতার সাথে স্বীয় দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশা করি। আলোচনা শেষে ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
উল্লেখ্য যে, ৩ মার্চ রবিবার সকাল পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্যে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here