Daily Gazipur Online

ওয়াসা অঞ্চল ৯ এর নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি

মোঃরফিকুল ইসলাম মিঠু: ঢাকা ওয়াসার অঞ্চল ৯ এর নির্বাহী প্রকৌশলী মুজাহিদুরের অপসারণ দাবী করেছেন দক্ষিনখান এলাকার চালাবন হাজীপাড়া বাসীরা। দীর্ঘ ১ মাস যাবৎ সাপ্লাই পানি না পাওয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন এলাকায় বসবাসরত সাধারণ জনগন।
এলাকা বাসীর অভিযোগ বার বার টেলিফোনে বা শ্ব শরীরে একাধিক বার অভিযোগ করলেও তার টনক নড়েনি। তিনি মিথ্যা আস্বাস দিয়ে বলেন আমরাতো পানির প্লো দিয়ে রেখেছি। তাহলে পানি যায় কোথায়, ভূতে খায়। ইতিহাস পর্যালোচনা করলে দেখাযায় ওয়াসার একজন পিয়নের ও বাড়ি গাড়ি রয়েছে ঢাকা শহরে। কি ভাবে সম্ভব। এই ধরনের জটিলতা সৃষ্টি করলেই তাদের ধারস্ত হতে হয়। এলাকা বাসী আরো অভিযোগের সূরে বলেন ইজ্ঞিনিয়ার জহিরুলকে ঠিকমত পাম্প ভিজিট করতে দেখা যায়না। আবার ফোন দিলে ফোন ধরেন না। গঠনার সত্যতা যাচাইয়ের জন্য ৩ বার ফোন দেওয়া হয় তিনি ফোন ধরেননি। খোঁজ নিয়ে জানাযায় তিনি ইতিপূর্বে মিরপুরে ছিলেন সেখানে রয়েছে তার বানিজ্যিক চেইন। পরিবারও সেথায় তাই খুব কম সময় উত্তরায় দেন। বারংবার অভিযোগ করারপর আজ পর্যন্ত পানি আসেনি এক ফোঁটা। ওয়াসা সূত্রে জানা যায় এসব অভিযোগ দেখার জন্য রিতীমত টিএ, ডিএ নেওয়া হয়। গত ১৪ ই এপ্রিল গাজী নামে একজন পাইপ অপারেটর এসে ঘুরেফিরে চলে যান। ওয়াসার অঞ্চল ৯ কর্তা ব্যাক্তিদের সম্পদের নথি সংগ্রহের কাজ চলছে বিস্তারিত আগামীতে।