Daily Gazipur Online

কণ্ঠশিল্পী জানে আলমের মৃত্যুতে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী জানে আলমের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (৩ মার্চ) এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, কণ্ঠশিল্পী জানে আলম সদা হাস্যউজ্জ্বল, নির্লোভ ও নিরহংকার একজন সৃজনশীল মানুষ ছিলেন।
শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, কণ্ঠশিল্পী জানে আলম (৬৫) মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন