Daily Gazipur Online

করোনা যুদ্ধের নায়ক কনস্টেবল বাহাউদ্দিন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা যুদ্ধের নায়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) মেডিক্যাল সহকারী কনস্টেবল বাহাউদ্দিন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সেবা করছেন তিনি। তার সেবার মানসিকতার কাছে হার মেনেছে জীবনের ঝুঁকি। অনেক করোনা রোগীর সেবা করলেও প্রাণঘাতী এ ভাইরাস তাকে আক্রান্ত করতে পারেনি।
মঙ্গলবার (৫ মে) রাতে মুঠোফোনে বাহাউদ্দিন বলেন, ‘যখন পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হতে থাকলেন, দেখে আর বসে থাকতে পারিনি। তারা জনগণের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তখন নিজের জীবনের দিকে তাকাইনি। সেবায় ঝাঁপিয়ে পড়ি। তাদের হাসপাতালে আনা-নেওয়া, অ্যাম্বুলেন্সে ওঠানো-নামানো করতে হচ্ছে।’
প্রশ্নের জবাবে বাহাউদ্দিন বলেন, ‘ভয় যে আমার ছিল না, তা নয়। কিন্তু ভয়কে জয় করার জন্যই পুলিশ বাহিনীতে যোগদান করি। প্রতিটি মুহূর্তেই জীবন বাজি রেখে কাজ করি। সেখানে দুর্যোগ মোকাবিলা না করে, বিশেষ করে আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে না দাঁড়িয়ে কীভাবে বসে থাকি?’
পিওএম’র কর্মকর্তারা জানিয়েছেন, কনস্টেবল বাহাউদ্দিন মেডিক্যাল সহকারী হিসেবে কাজ করেন। এ কারণে তাকে সারাক্ষণ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সেবা করতে হয়। ৮০ জনের মতো করোনা রোগীর সেবা করলেও তিনি করোনায় আক্রান্ত হননি।