করোনাকালে ধামরাইয়ে ‘আসফ’ এর ইফতার বিতরণ

0
187
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন ‘আসফ’ ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনবহুল পয়েন্টে বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষদের ইফতার করিয়েছে। রবিবার বিকেলে ধামরাইয়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের ছোট ভাই ফাউন্ডেশননের চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আয়ুব কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রীয় ভাবে মানবাধিকার কর্মীদের কাছে এলাকাভিত্তিক ইফতার সামগ্রী বুঝিয়ে দেয়ার পর তারা সেগুলো নির্ধারিত এলাকায় গিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণমানুষের মাঝে বিতরণ করেন। ধামরাই উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়াম্যান মো. আজাহার আলী, ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রফিক, যুবলীগ নেতা ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে সোমভাগ ইউপি কার্যালয় ও বাজার এলাকায়; মানবাধিকার কর্মী ব্যবসায়ী নুরুজ্জামান বিপ্লবকে সহকর্মীদের নিয়ে মহিশাষী কাওয়ালী পাড়া বাজার এলাকায় ইফতারী বিতরণ করতে দেখা যায়। আসফ এর চেয়ারম্যান বলেন, মানুষের মাঝে মানবতাকে জাগিয়ে তুলতে এবং মানুষকে মানবসেবায় অনুপ্রাণিত করতে তাদের এ প্রয়াস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here