
ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইইমারজেন্সি বিভাগের সহকারী পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আকতার সিএমএসডির সাবেক পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মো. শহীদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ জুন সিএমএইচে ভর্তি হন। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে ভেন্টিলেশনে নেওয়া হয়। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুপুরে তিনি ইন্তেকাল করেন।
