করোনার সংক্রমণ রোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর নজরদারি

0
115
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে নৌবাহিনী। এসব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন নৌ সদস্যরা।
তারা জরুরি প্রয়োজন ছাড়া চলাচল সীমিত করার লক্ষ্যে প্রধান সড়ক ও বাজারে সচেতনতামূলক মাইকিং, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।
ইতোমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে ছয়টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।
অন্যদিকে খুলনা নৌ অঞ্চল থেকে দু’টি কন্টিনজেন্ট বাগেরহাটের মোংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা ও তালতলী উপজেলায় কাজ করছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সরকারের নির্দেশনায় নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here