Daily Gazipur Online

করোনায় অসহায়দের পাশে ত্রাণ নিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেত্রী

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ মাস খানেক আগেও এমন পরিস্থিতি ছিলো না । দ্বিতীয় ধাপেও গত বছরের মতো করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন ঘোষণায় অনেকেই কর্মহীন ও গৃহবন্দি হয়ে পড়েছেন । আর এই লকডাউনে রোজগার হারানো অধিকাংশ পরিবারে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট । নিঃস্ব না হলেও রোজগার আর খাদ্য সংকটে পড়লেন অনেক অসহায় পরিবার । খোদ রাজধানীতেও এমন পরিস্থিতির শিকার অনেক অসহায় মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বরাবরের মত এগিয়ে এলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক, নাজনীন নাহার বিপা । রাজধানীর বিভিন্ন এলাকার মুক্তমনের কিছু তরুন যুবক, যুবতী ও প্রৌঢ়েদের সাথে নিয়ে তার নিজস্ব অর্থায়নে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে চাল,ডাল, তেল, আলু,পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিচ্ছেন সাধ্যমতো । মঙ্গলবার ( ২০ এপ্রিল ) ছাত্রলীগের নাজনীন নাহার বিপাকে দেখা যায় রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে নানা ধরণের খাদ্যসামগ্রী নিজেই বহন করে পৌঁছে দিতে । এসময় ছাত্রলীগ নেত্রী নাজনীন নাহার বিপা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু রাজ পথেই লড়াই সংগ্রাম করেনা । দেশের যে কোন ধরনের দুর্যোগেও ছাত্রলীগ নিজেদের জীবনের তোয়াক্কা না করে দুর্যোগ মোকাবেলায় লড়াই করে । যেমন বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, করোনাভাইরাসের সময়ে আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করে তাদের পাশে দাঁড়ানো, অসহায়দের সব ধরনের সাহায্য করা, ছাত্রলীগের সাধ্যমত অনাহারীদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, এক কথায় দেশ ও মানব সেবার জন্য যেই কাজগুলো করা দরকার তার সব গুলো কাজেই বাংলাদেশ ছাত্রলীগ মুখ্যভূমিকা পালন করে থাকে । যার কারনে বাংলাদেশ সহ সারাবিশ্বেই রয়েছে ছাত্রলীগের সুনাম ।