Daily Gazipur Online

করোনায় আক্রান্ত আনসার সদস্যার মৃত্যু

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এ প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্যা রাশেদা ফেরদৌস (৪১) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৫ জুলাই ২০২১ তারিখে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৯ জুলাই ২০২১ তারিখ সকালে ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকায় স্থানান্তর করে লাইফ সার্পোটে রাখা হয়। ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকায় ২৯ জুলাই ২০২১ তারিখ রাত ২২২৫ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি গত ০৫ মার্চ ২০২১ তারিখ হতে র‌্যাবে কর্মরত আছেন। তার মাতৃ ইউনিট ১ মহিলা আনসার ব্যাটালিয়ন, সফিপুর, গাজীপুর। রাশেদা ফেরদৌস কোভিড-১৯ প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই র‌্যাব ফোর্সেসের চলমান সকল অপারেশনাল কর্মকান্ডের সম্মুখভাগ যোদ্ধা হিসেবে সফলভাবে সাহসিকতার সাথে অর্পিত দায়িত¦ পালন করে আসছিলেন। তিনি ছিলেন অত্যন্ত কর্তব্য পরায়ণ, অমায়িক এবং বিনয়ী। সাহসী এই নারী র‌্যাব সদস্যার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। র‌্যাবের এই প্রথম একজন নারী সদস্য সম্মুখভাগে কর্তব্য পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। মৃত্যুঞ্জয়ী এই র‌্যাব সদস্যার জন্য র‌্যাব আজ গর্বিত এবং অনুপ্রাণিত। আমি প্রাণভরে সকল র‌্যাব সদস্যদের পক্ষ থেকে মহান আল্লাহ‘তায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুমার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জে দাফন প্রক্রিয়া অদ্য সম্পন্ন করা হয়। তাঁর পরিবার পরিজন যেন এই অপরিমেয় শোক সহ্য করতে পারেন তার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।