করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষকলীগের নাসির

0
558
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ কোভিট-১৯, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাসির উদ্দিন নাসির । তিনি বলেন, করোনাভাইরাস বর্তমানে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে । এর বিস্তার রোধে ভয়াবহ ঊর্ধ্বমুখী রেখাটিকে নিম্নমুখী করে আনা সম্ভব হবে যদি আমরা প্রয়োজন ছাড়া বাইরে না যাই এবং ঘরে অবস্থান করি । করোনা ভাইরাস প্রতিরোধে ও মানুষকে সচেতন থাকতে প্রয়োজনীয় বিষয় গুলো নিয়ে বলেছেন মোঃ নাসির উদ্দিন নাসির- করোনা ভাইরাস কি? করোনা একটি সংক্রমক ভাইরাস । একে নোভেল করোনা ভাইরাসও বলা হয় । এই ভাইরাস অল্প সময় বাঁচে । এতে মৃত্যুর হার সবোর্চ ২-৪% । করোনা ভাইরাস যেভাবে ছড়ায়ঃ হাঁচি ও কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শের মাধ্যমে হাত না ধুয়ে মুখ চোখ নাক স্পর্শ করলে । করোনা ভাইরাসের লক্ষণঃ শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা অনুভূত হওয়া, কখনো কখনো নিউমোনিয়া ও ব্রস্কাইটিস এর লক্ষণ প্রকাশ পেতে পারে । করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়ঃ মাঝে মাঝে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে মুখ, চোখে ও নাক স্পর্শ না করা, হাঁচি- কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা না করা, আলিঙ্গন- করর্মদন ইত্যাদি এড়িয়ে চলা, জনবহুল এলাকা পরিহার করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার করা, প্রচুর ফলের রস ও পানি পান করা, বাজার থেকে কেনা মাছ মাংস ডিম ও সবজি খুব ভালোভাবে রান্না করে খাওয়া, প্রচুর ভিটামিন ডি গ্রহণ করা । নিয়ম মানলে বাঁচবে প্রাণ । আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা করোনামুক্ত হব। তাই করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আরও যতœবান ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনাব নাসির উদ্দিন নাসির ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here