করোনায় আমদানি ব্যয় ও রফতানি আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে

0
168
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আমদানি ব্যয় ও রফতানি আয়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থবছর শেষে এই হ্রাসের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্যাংক সুদের হার হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন বিলম্বের কারণে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত অনুযায়ী অর্জিত না হওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে পরিবহন, বিমান, হোটেল এগুলোর উপর বিরূপ প্রভাব পড়বে। করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের শেয়ার বাজারেও বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য হ্রাসের ফলে প্রবাসী আয়ের উপর বিরূপ প্রভাব পড়বে।
বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩.০২ বিলিয়ন মার্কিন ডলার হবে মর্মে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রাক্কলন করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here