করোনায় মৃত প্রবাসীর পরিবার পাবে ৩ লাখ টাকা: প্রধানমন্ত্রী

0
149
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা পরবর্তী সময়ে প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছ। সে লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করছে। করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ৫’শ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, জনশক্তি রফতানির সঙ্গে জড়িতরা সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বঙ্গবন্ধুর বর্ণাঢ্য অভিজ্ঞতা ও লেখা নতুন করে আরও সংগ্রহের চেষ্টা চলছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here