Daily Gazipur Online

করোনায় রেলের শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা বরাদ্দের দাবি

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): করোনায় বাংলাদেশ রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আজ দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পাকশী মেকানিক্যাল ক্যারেজের এটেনডেন্ট সোহরাব হোসেন। ইতিপূর্বে বাংলাদেশ রেলওয়ে লোকোরানিং স্টাফ শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিভাগীয় ডিপিও ঢাকা দপ্তরের পিয়ন জমাদার মোসলেম উদ্দিন, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম সিপিও দপ্তরের বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ঢাকা ডিপিও দপ্তরের প্রধান অফিস সহকারী আব্দুল লতিফ সহ রেলের অনেক শ্রমিক-কর্মচারীর জীবন কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এমতাবস্থায় টিকা আমদানির ব্যাপারে অনিশ্চয়তা দূর করে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের মৃত্যুঝুঁকি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে করোনা টিকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
আজ ৫ জানুয়ারি ২০২০ইং মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
বিবৃতিতে মনিরুজ্জামান মনির বলেন, “একটি ট্রেনে যদি একজনও আক্রান্ত ব্যক্তি থাকেন তাহলে তাদের মাধ্যমে পুরো ট্রেনে তথা সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের স্বার্থেই জরুরী ভিত্তিতে রেলের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা দিতে হবে।”
তিনি আরো বলেন, “সারাবিশ্বে টিকা নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। উন্নত-প্রভাবশালী দেশগুলোর কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর করোনা টিকা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি কূটনৈতিক প্রভাব কাটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেশে টিকা আমদানি করা হোক।”
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি সভাপতি বলেন, “বাংলাদেশ রেলওয়ে দেশের যোগাযোগের অন্যতম স্তম্ভ। হাজারো সীমাবদ্ধতা সত্ত্বেও রেলওয়ে প্রতিদিন লাখো মানুষকে সেবা দিয়ে থাকে। এই করোনা মহামারি মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা নির্বিঘ্নভাবে যাত্রী সেবা দিয়ে গিয়েছে এবং এখানো যাচ্ছে। করোনাকালীন সময়ে রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ভাইরাসে আক্রান্তের ঝুঁকি অনেক বেশি। তাই করোনা ভাইরাসের টিকা আমদানির সাথে সাথেই রেলওয়ের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য টিকা বরাদ্দ করতে হবে।”