
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মিথ্যাচারিতা করে এর জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অথচ যার কোন ভিত্তি নেই। কারণ, দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই সরকার নিরলসভাবে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের সেই ভূমিকা প্রশংসিতও হয়েছে।
কিন্তু বিএনপি সরকারের এই ইতিবাচক ভূমিকাকে অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামায়াত জোটের নেতৃবৃন্দ। পাশাপাশি গণমাধ্যমের কাছে মনগড়া অভিযোগ করে প্রমাণের অপপ্রয়াস চালাচ্ছে যে, সরকার কিছুই করেনি।
এরই অংশ হিসেবে সোমবার (মার্চ ৩০) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিজভী আহমেদ বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, দুই মাস সময় পেলেও সরকার করোনাভাইরাস সমস্যার দিকে কোনো মনোযোগ দেয়নি। এমনকি এই পরিস্থিতি মোকাবিলায় তাদের ন্যূনতম কোন প্রস্তুতি নেই। নেই আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনাও।
রিজভীর এমন মন্তব্যের তুমুল সমালোচনা করে দেশের বিশিষ্টজনরা বলছেন, রিজভীর এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ দেশবাসী স্বচক্ষেই দেখছেন সরকার তাদের নিরাপত্তার স্বার্থে কত কি করছে। স্কুল-কলেজ বন্ধ করে দেয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে, যাতে করে গণজমায়েত সৃষ্টির মাধ্যমে করোনাভাইরাস না ছড়ায়। পাশাপাশি পরামর্শ দিয়েছে এই বন্ধের সময়ে বাইরে ঘোরাঘুরি না করে হোম কোয়ারেন্টাইনে থাকতে এবং নিজেদের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে। কিন্তু সরকার ও বিশেষজ্ঞগণের এসব পরামর্শ ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা গণজমায়েত সৃষ্টি করছেন। যার নিকট উদাহরণ হচ্ছে বুধবার ২৫ মার্চ কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দিন। সরকারের মহানুভবতায় এদিন বিএনপি নেত্রী বিশেষ শর্তে কারামুক্ত হলেও করোনাভাইরাস ইস্যুতে সরকারি পরামর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাজির হন। যাদের অধিকাংশের মুখে ছিলো না মাস্ক কিংবা হাতেও ছিল না গ্লাভস। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, তারা ঘেঁষাঘেঁষি করে একে-অপরের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এখন সেই তারাই আবার উল্টো সরকারকে দুষছে, বিষয়টি সত্যিই হাস্যকর। এ থেকে সহজেই অনুমেয়, তাদের রাজনৈতিক মতাদর্শ কতোটা অস্বচ্ছ।
বিষয়টি নিয়ে দেশের বিশিষ্টজনরা আরো বলেন, ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোই বিএনপির স্বভাব। যার প্রমাণ দেশবাসী একাধিকবার পেয়েছে। করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তেও তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অটুট রেখেছে। যে কারণে তারা বিভিন্ন স্থানে সরকার ও বিশেষজ্ঞের পরামর্শ অমান্য করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য গণজমায়েত করছে। কিন্তু তারা ভুলেও ভাবছেনা, গণজমায়েত থেকেই করোনা সংক্রমিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।






