করোনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি পুন-নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। সাধারণ জনগণের করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার টাকা ও আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনলে করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।
এর আগে বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা দিলে করোনা পরীক্ষার ফি দিতে হতো ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৪ হাজার ৫০০ টাকা। আর বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হতো ৩ হাজার টাকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here