করোনা বিজয়ী আরও ৭২ জন পুলিশ সদস্যকে জানানো হল ফুলেল শুভেচছা

0
128
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : দেশে করোনাভাইরাস বিজয়ী আরও ৭২জন পুলিশ সদস্য সুস্থ হয়ে আজ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দেড় শতাধিক পুলিশ সদস্য।
আজ রোববার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম শান্তুু গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।এ সময় হাসপাতাল ত্যাগ করার প্রাক্কালে তাঁদের প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে আজ ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।আক্রান্তরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এ টি ইউ, টি এন্ড আই এম সহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।
সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা।
এতে আরও বলা হয়, মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে। এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here