
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) :বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে ৫ জুলাই রবিবার সকালে রাউজান পাহাড়তলি হাজী মকবুল টাওয়ারে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখাকে সুরক্ষা সামগ্রী প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণের সভাপতি আবু বক্কর সওদাগর। প্রধান অতিথি ছিলেন ৯নং পাহাড়তলি ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দীন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ আহসান হাবিব চৌধুরী হাসান। গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণের সুযোগ্য সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদুল হক, পাহাড়তলি ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মাবুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম, যুবসেনা রাউজান দক্ষিণের সভাপতি যুবনেতা মাওলানা শওকত হোসেন রেজভী, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ্ আমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এনামুল হক মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক কাজী কায়েছ উদ্দীন, সাইফুল ইসলাম আদর, শাকিল প্রমুখ। এসময় বক্তারা বলেন, নবী বংশের উজ্জ্বলতম প্রদীপ হয়রত হাফিজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশনায় মানুষের কল্যাণ সাধন করতেই গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল। করোনা মহামারীর মতো ক্রান্তিকালে মানবতার পাশে দাঁড়িয়ে গাউসিয়া কমিটি হযরত তৈয়্যব শাহ (রহ.) এর দূরদৃষ্টির সার্থক রূপায়ন করেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের জাত-ধর্ম বিবেচনা না করে দাফন কাফন কার্যক্রম করে গাউসিয়া কমিটি মহান সূফিদের অসাম্প্রদায়িক চেতনার রূপের সাথে সমাজকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। পরে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের হাতে সুরক্ষা সামগ্রী প্রদান ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
