Daily Gazipur Online

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তশালীরাও এগিয়ে আসতে হবে

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরতুলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মু.জি.আ.) এর নির্দেশে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে ২২ জুন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ বিভাগের জন্য নগদ অর্থ প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে তিন ধাপে এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি। করোনায় অসহায় মানুষের পাশে দাড়াতে এ সংগঠন মানবতার সেবক হয়ে কাজ করে যাচ্ছে সারা দেশে। অর্থ গ্রহণকালে নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, করোনা মহামারীর প্রকোপ দ্রæতই বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা সেবারও ঘাটতি দেখা যাচ্ছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকেই। এ কঠিন সময়ে সরকারের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে। অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ জাহেদুল আলম আসিফ, ব্যাংকার মুহাম্মদ মিনার ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।