Daily Gazipur Online

করোনা: ময়মনসিংহ মেডিক্যালের পিসিআর ল্যাবে ৬১ নমুনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৬১ ব্যক্তির নমুনা জমা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহের অংশ হিসেবে এই ৬১টি নমুনা এসেছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যেই শেরপুর জেলা থেকে ১০টি, জামালপুর থেকে ১০টি, নেত্রকোনা থেকে ১৬টি এবং ময়মনসিংহ জেলার ২৫ ব্যক্তির নমুনা মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এসে পৌঁছেছে।
তিনি আরও জানান, ল্যাবে পরীক্ষার কাজে নিয়োজিত চিকিৎসক ও টেকনিশিয়ানরা কাজ শুরু করেছেন।
এদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সালমা আহমাদ জানান, শুক্রবারসহ গত ৩ দিনে ৬৮ ব্যক্তির নমুনা ল্যাবে এসেছে। এর আগে ২ দিনে ৭ জনের নমুনা পরীক্ষা শেষে আইইডিসিআরে রিপোর্ট পাঠানো হয়েছে।