
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বাংলাদেশেও এই ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে ২৭ জন। তাই সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। এমন সময়ে ভক্ত-সমর্থক ও দেশের মানুষের প্রতি নানা পরামর্শ ও সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। রবিবার টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বাঁহাতি ওপেনার সৌম্য সরকার নিজ নিজ ফেসবুক পেজে দিয়েছেন সতর্ক বার্তা।
বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতা হিসেবে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট স্থগিত রয়েছে। তাই ক্রিকেটাররা অলস সময় কাটাচ্ছেন ঘরে বসে। এই সময়ে ভক্ত-সমর্থকদের সচেতন করতে ক্রিকেটাররা বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন। সৌম্য তার ভিডিও বার্তায় বলেছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকে পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়াবহ মহামারীগুলোর একটি হিসেবে ভাবা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে এখনই আমাদের সবাইকে সর্বোচ্চ সচেতন ও সাবধান হয়ে যেতে হবে। আসুন, আমরা প্রয়োজন ব্যতীত বাইরে চলাফেরা এবং সব ধরনের ভিড় ও জনসমাগম এড়িয়ে চলি। নিয়মিত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড বা তারও বেশি সময় ধরে হাত ধুই।’ টেস্ট অধিনায়ক মুমিনুল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সর্বশক্তিমান আমাদের সবার সঙ্গে থাকুন। দয়া করে আপনারা ঘরে থাকুন। চলুন সবাই এর সঙ্গে লড়াই করি।’






