Daily Gazipur Online

করোনা সময়ে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও করোনা সময়ে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে ২৪ আগস্ট সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহিত্য ভূবন কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার, ড. সৈয়দ আল-আমীন রোমান, প্রেসিডেন্ট, নাগরিক অধিকার বাংলাদেশ, মোঃ সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, চেয়ারম্যান, বাংলার চোখ, মোকাররম হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক, বাংলারা চোখ, প্রফেসর হুসাইন, মির্জা শেলী, তাজুল ইসলাম, আব্দুল আলিম, কবি হোসেন ফারুক, স্বপন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, কামাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ জাতীয়করণকৃত বেসরকারী শিক্ষক সমিতি, শেখ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক, জাতীয়করণকৃত বেসরকারী শিক্ষক সমিতি, ডা. শামীমা সোমা, সাধারণ সম্পাদক, নিরাপদ জীবন চাই প্রমুখ।