
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সামাজিক সংগঠন নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান, করোনাভাইরাসে দেশের বিরাজমান পরিস্থিতির আলোকে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর কাছে আবেদন করে তার নিজস্ব ফেসবুক আইডিসে পোস্ট দিয়েছেন।
“হঠাৎ অদৃশ্য করোনার আঘাতে ডুকরে ডুকরে কাঁদছে সারা পৃথিবীর সকল জনপদের মানুষ। করোনার কালো থাবা থেকে আমরাও রেহাই পায়নি। বাস্তবতার কাছে নিদারুন অসহায় আত্মসমর্পন করেছি আমরা। থমকে গিয়েছে সকল জনজীবন। দিন আনা দিন খাওয়া মানুষের চোখে মুখে বেঁচে থাকার মহা আকুতি। একদিকে বাঁচার তাগিদে স্বেচ্ছা গৃহবন্দি। অন্য দিকে ঘরে খাবার নেই। একদম খেটে খাওয়া মানুষের কপালে চিন্তার ভাঁজ স্পস্ট দিন দিন ফুটে উঠছে। বাংলাদেশের সকল মানুষ হৃদয় চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে দরিদ্র মানুষের বুকভরা কষ্ট, আর চাপা কান্নার আওয়াজ। এই পরিস্থিতিতে চারিদিকের বাতাস ভারি হয়ে আসছে।
দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবকিছু ভুলে সকলে এক আকাশের নিচে সমবেত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই দূর্যোগ মূহুর্তে একটিই স্লোগান- “আমরা বাঁচতে চাই, আমরাই বাঁচাতে চাই।”
প্রিয় বন্ধুগণ, নিসু ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, যতটা পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব, ততটা পরিবারের পাশে দাঁড়াবো।
আমার ফেসবুক বন্ধু, আত্মীয় স্বজন, কাছের পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, দয়াবান ব্যক্তি, শ্রদ্ধেয়জন, চেনা-অচেনা সকলের কাছে হৃদয় থেকে আকুল আকুতি জানাচ্ছি, পারগতার মধ্যে যে যা পারেন সাহায্যে এগিয়ে আসুন। সেটা ৫ টাকা হোক বা ১০ টাকা হোক। বিকাশ নং এ সাহায্য পাঠাতে পারেন। বিকাশ নং- ০১৬৮৬ ১৬৬ ২৬৩।
এই কঠিন সময়ে যদি একটি পরিবারের মুখেও খাদ্য তুলে দিতে পারি তাহলে বিবেককে সান্তনা দিতে পারবো, তা না হলে বিবেকের আদালতে অপরাধী হয়ে থাকতে হবে আমাদের। এই দূর্যোগ সময়ে মানবতা আজ ডাকছে, সকলেই হাত বাড়াই। আমরা হারিনি, আমরা হারবোনা ইনশাআল্লাহ্। মহান আল্লাহ্ তায়ালা আমাদেরকে হেফাজত করুন। আমিন ।
মানবিক আবেদনে: এস.এম. হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিসু ফাউন্ডেশন ও ফার্মাসিস্ট মোঃ নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক, নিসু ফাউন্ডেশন। ঢাকা অঞ্চল।






