Daily Gazipur Online

কলাপাড়ায় এইচসি ফলাফলে শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজের ফলাফল ভাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: চলতি বছরে এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে কলাপাড়ার শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজেগুলোতে ভাল ফলাফল করেছে। উপজেলার ৪ টি কেন্দ্রের ৫টি ভেন্যুতে মোট ৬ টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। কলাপাড়া উপজেলায় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ শতকরা ৯৭.৩২ শতাংশ শিক্ষার্থী পাশ করে এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পাশের শতকরা হার ৯৬.৫৫ এবং জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের পাশের হার ৯০.৮৪ এবং জিপিএ ৫ পেয়েছে তিন জন শিক্ষার্থী। কলাপাড়া মহিলা কলেজের পাশের হার ৫৮.২৯। এ কলেজ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজের পাশের হার ৪৪.৪৭ এবং জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। ধানখালী ডিগ্রি কলেজের পাশের হার ৪১ শতাংশ,জিপিএ-৫ নাই। এদিকে ফলাফল প্রকাশের পর থেকে গ্রামের শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে শহরে দুটি নাম করা কলেজ শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারনে অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। একাধিক নাম প্রকাশে অনেচ্ছুক অভিভাবক জানান, দুই কলেজের রেষারেষির কারনে এবং কলেজ দুটি মান সম্মত শিক্ষা প্রদানে ব্যর্থ হওয়ায় এই ফল বিপর্যয় হয়েছে।