
কলাপাড়া (পটুয়াকালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধূ রেক্সোনার (২৫) ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব বাদুরতলী গ্রামের নিজ বাড়ি থেকে রেক্সোনার মৃতদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁশ লাগিয়ে রেক্সোনা আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহতের ছয় বছরের ছেলে জুনায়েদ জানায়, তার বাবায় মাকে রাতে গালি দেয়। নিহতের স্বামী শাহীন খান এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।
