কলাপাড়ায় এবার স্বামী স্বজনদের মারধর করে নববধূকে তুলে নিয়ে ধর্ষণ

0
199
728×90 Banner

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীকে নিয়ে খালু বাড়িতে বেড়াতে এসে এবার ধর্ষণের শিকার হয়েছেন নববধু (২০)। উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে বুধবার রাতে নববধূর এমন ঘটনা ঘটে।
স্বামীসহ স্বজনদের মারধর করে ওই গ্রামের বখাটে ভাড়াটে মটর সাইকেল চালক রফিক এ বধুকে বাড়ি সংলগ্ন বিলে নিয়ে ধর্ষণ করে। ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে সহযোগী অপর বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধুর স্বামী কলাপাড়া থানায় বেতমোড় এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, হাকিম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় ওই গৃহবধুকে রাত ১১টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নববিবাহিতা স্ত্রীকে নিয়ে খালু শ্বশুরের বাড়িতে বুধবার শেষ বিকেলে বেড়াতে আসেন। রাত আনুমানিক ৮ টায় এ চক্র ওই বাড়িতে গিয়ে ওঠে। সন্ত্রাসী ষ্টাইলে স্বামী-স্ত্রীকে আলাদা করে জানতে চায় তাদের বিয়ের কাবিনসহ বৈধতা আছে কিনা। এক ফাকে তানজিলাকে মুখ চেপে বাড়ি সংলগ্ন বিলে নিয়ে হাত-পা জাপটে ধরে বখাটে রফিক ধর্ষণ করে। ডাকচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে সবাই সটকে পড়ে। ধর্ষিতা ওই নববধূ কান্না বিজড়িত কন্ঠে জানান, ওদের হাত-পা ধরে আকতি মিনতি করলেও আমাকে ছাড়েনি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিকটিমকে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here