
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্র নেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদার সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তন কক্ষে লিখিত বক্তব্যে আশিক তালুকদার বলেন, দীর্ঘ ১১ বছর আগে করা ছাত্রলীগের কমিটির নিষ্ক্রিয়তায় ঝিমিয়ে পড়েছে সংগঠনের কার্যক্রম। যা সক্রিয় করতে ছাত্রলীগের কার্যক্রমকে চাঙ্গা করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে মতবিনিময় সভা করা হয়েছে। সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমানের উপস্থিতিতে বিশাল ছাত্র সমাবেশ করা হয়েছে। এসব কারণে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রæপ আমার ও সংসদ সদস্যের ছবি সংবলিত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছার লাগানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। এনিয়ে সাধারণ ছাত্রসহ দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ করেছি। যাতে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রæপ নানা প্রপাগন্ডা ছড়ায়।
আশিক তালুকদার আরও বলেন, চিহ্নিত ওই মহলটি পরিকল্পিতভাবে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। আশিক তালুকদার এসব হীন চক্রান্ত থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন। তিনি এমনসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এসময় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
