
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে সোনিয়া (১৮) এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জাহাঙ্গীর হোসেনের ঘরের দোতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন সবার অগোচরে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।
