
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনধি: পটুয়াখালীর কলাপাড়ায় পরিত্যক্ত ঘোাষনা করা পুরাতন হাসপাতাল ভবনে এখনও চলছে সরকারি বিভিন্ন সংস্থার কাজ। গত বছর ওই ভবনের দ্বিতীয় তলার সিড়ি সংলগ্ন ছাদ ধসে পড়ে। এখন ছাদের পলেস্তরা নিত্য খসে পড়ছে। বর্ষায় পানি চুইয়ে পড়ছে। যেন চরম বিধ্বস্ত দশায় দাঁড়িয়ে আছে ভবনটি। পরিত্যক্ত ঘোষনার পরে সাব-রেজিষ্টার অফিস ও পরিবার পরিকল্পনা অফিসের কার্যক্রম।
বর্তমানে একটি সাংস্কৃতিক সংগঠন, বিয়ের কাজী অফিস, সাব-রেজিস্ট্রি অফিসের নকলকারকরা এ জীর্ণদশা ভবনটিতে কাজ করছেন। ফলে যে কোন সময় মূল ভবনটি ধসে হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কিন্তু প্রশাসনের উদাসীনতায় চরম জীর্ণদশার ভবনটি ব্যবহার করছে একয়টি সংস্থা। তাই ভবনটি ব্যবহার বন্ধে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। একদিকে চরম জীর্ণদশার পরিত্যক্ত ভবন। তার ওপরে বৃষ্টিপাতে ঝুঁকি আরও বাড়ছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মানুষের। এ পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে সরকারি জায়গা সংরক্ষণ করা দরকার। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, ওই ভবনটি স্বাস্থ্য বিভাগের। তাঁদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
