কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সংঘর্ষ : নিহত-২

0
238
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীণ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র্রে বাঙালী শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চায়না নাগরিকের মৃত‚্য হয়েছে। বুধবার থেকে মধ্য রাত পর্যন্ত বিদ্যুত প্লান্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় বুধবার দুপুরে বিদ্যুৎ জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুত প্লান্ট এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব।
জানা গেছে, এ বছরের শুরুতেই ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত প্লান্টের একটি ইউনিট ৬৬০ মেগাওয়াট চালুর সকল প্রস্তুতি সম্পন্নের পথে। এ অবস্থায় বুধবার বিকেলে বয়লার থেকে নিচে পড়ে সাবিন্দ্র দাস নামের হবিগঞ্জ এলাকার এক শ্রমিক নিহত হয়। নিহতের জের ধরে শ্রমিকরা প্রতিবাদ ক্ষোভ জানায়। কিছু সময়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বাঙালী শ্রমিক ও চাইনিজ শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এক চায়নিজ শ্রমিক ঝাং ইয়াং ফাং (২৬) গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঝাং ইয়াং ফাং মারা যায়। এছাড়া সংঘাতে আরও তিন জন বাঙ্গালী ও দুই জন চায়নিজ শ্রমিক গুরুতর জখম হয়েছে।
ধাওয়া পাল্টা ধাওয়ায় বিদ্যুৎ প্লান্টের মেইন গেট ভাংচুর, বাউন্ডিারি দেয়াল ভেঙ্গে তছনছ করা হয়েছে। ঘটনা সামাল দিতে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানসহ বিসিপিসিএলএর কর্মকর্তারা কয়েক দফা জরুরি বৈঠক করেছেন।
এদিকে বুধবার দুপুরে বিদ্যুত জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুতপ্লান্ট এলাকা পরিদর্শনে এসেছেন। তিনি প্লান্টের বাংলা ক্যান্টিন এলাকা পরিদর্শন করেন। প্রশাসন ও বিসিপিসিএলএর কর্মকর্তাদের সঙ্গে গোটা বিষয় নিয়ে বৈঠক করেছেন।
তবে এ ঘটনায় পুলিশের ওপর হামলা, নির্মানাধীন বিদ্যুত প্লান্টের অফিস ক্যাম্পাস ভাংচুর, অফিসের ল্যাপটপসহ মালামাল লুটের ঘটনাসহ বিরাজমান এমন ঘটনার বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here