কলাপাড়ায় বর্ষার আগেই সড়কের বেহাল দশা

0
196
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী নোমরহাট বাজার থেকে কলেজ বাজার হয়ে লোন্দা পর্যন্ত ১৫ কিমি রাস্তা খানা-খন্দে একাকার। রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়ে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের সাধারন মানুষ ও পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্রে যাতায়াতের একমাত্র সড়কটি এখন সকলের চরম ভোগান্তীতে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি যাতায়াত অনুপযোগী হয়ে পরে। বিশেষ করে কলেজ বাজার সড়কের বেহাল দশা চরমে। মালবাহী ও ভারি যানবাহন চলাচলের সময় আটকে চরম দূর্ভোগে পড়তে হয়। প্রায় দুই কিমি সড়কের নাকালদশা। পানি-কাদার ঝাপটা লাগে পথচারী চলাচলেও। নোমরহাট থেকে কলেজ বাজার হয়ে লোন্দা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের এক তৃতীয়াংশ বর্ষার আগেই বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ গত দুই তিন বছর এই সড়ক দিয়ে বিসিপিসিএল এর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের মালামালবাহী ভারী যানবাহন চলাচল করেছে। ফলে সড়কটি ভেঙ্গে খানাখন্দে একাকার হয়ে গেছে। এরপর থেকে বছরের পর বছর অন্তত ৩০টি গ্রামের মানুষসহ স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। কেউ হেঁটে গেলেও যানবাহনের চাকার কাদা ছিটকে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। যাচ্ছে-তাই অবস্থা।
ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, এলজিইডি ডিপার্টমেন্ট করে দিবে বলে বহুবার বলেছে। কিন্তু এখন পর্যন্ত না করায় জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। দীর্ঘ এই সড়কটির সিলকোট ছিল তা এখন আর বোঝার উপায় নেই। উঠে মাটির নিচে চলে গেছে। আস্ত ইটসহ রাস্তার সরঞ্জামাদি কয়েকদফা ফেলা হলেও তা আবার ভারি যানবাহনের চাকার চাপে দেবে গেছে। গত তিন বছর ধরে মানুষ দুর্ভোগ করে আসছে। এবছর বর্ষা মৌসুম শুরুর আগে দু’এক পশলা বৃষ্টিতেই এখন বেহাল দশা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ঠিকাদার কিছু অংশের কাজ করে ফেলে রাখায় তা আবার খানা-খন্দে একাকার হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কলাপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ওই সড়কের কলেজ বাজার এলাকায় দুই কিলোমিটার আগেই টেন্ডার হয়েছে। আর লোন্দা প্রান্ত থেকে আরও চার কিলোমিটার টেন্ডার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কটি মেরামত করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here