Daily Gazipur Online

কলাপাড়ায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাইকবাড়ি নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত স্কুল ছাত্র গোলাম রাব্বি (৭) মঙ্গলবার সন্ধায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে কুয়াকাটাগামী একটি বাসের ধাক্কায় রাব্বি আহত হয়। নিহত রাব্বি মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও জাকির মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে পাইকবাড়ি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস রাব্বিকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে বরিশালে প্রেরণ করা হয়।