কলাপাড়ায় মেম্বারের শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ স্মারকলিপি প্রদান

0
198
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: চেয়ারম্যানসহ সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিধাব, মাতৃত্বকালীন ভাতা প্রদানে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত মহিলা মেম্বার সাহানারা বেগমের শাস্তির দাবিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে। কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বিক্ষোভ সমাবেশ করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার, মহিলা মেম্বার নাজমা বেগম, পুরুষ মেম্বার শাহাবুদ্দিন মুন্সী। বক্তারা বলেন, দরিদ্র নারীদের মাতৃত্বকালীন ভাতাভোগীদের নামের তালিকা তৈরিতে অর্থ আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদের সভায় মহিলা মেম্বার সাহানারা বেগমকে সতর্ক করা হয়। একারণে ক্ষীপ্ত হয়ে সাহানারা বেগম অভিযোগকারী এক মহিলাকে চরমভাবে লাঞ্ছিত করেন। মারধর করেন। প্রকাশ্যে এসব করায় চেয়ারম্যান প্রতিবাদ করেন। তাকেও লাঞ্ছিত করা হয় বলে চেয়ারম্যান সালাম সিকদার অভিযোগ করেন। এমনকি ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য সাহানারার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। যার কারণে ক্ষীপ্ত হয়ে চেয়ারম্যানসহ সাধারণ মানুষকে আসামি করে একাধিক মামলা করেন সাহানারা বেগম। বক্তারা দাবি করেন এসকল মামলা মিথ্যা ও বানোয়াট। হয়রাণির জন্য মামলা করা হয়েছে। প্রতিবাদকারীরা সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। ইউপি মেম্বার সাহানারা বেগম নিজেকে নির্দোশ দাবি করে তাকে হেনস্থা ও লাঞ্ছিত করার পাল্টাঅভিযোগ করেছেন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে ডালবুগঞ্জ ইউনিয়নের সর্বত্র নানান আলোচনা সমালোচনা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here