Daily Gazipur Online

কলাপাড়ায় সততা স্টোর উদ্বোধন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল ১০টায় পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় স্কুল ব্যাগ, স্কেল, খাতা ও জ্যামিতি বক্স বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু।