কলাপাড়ায় সম্পত্তি আত্মসাত করতে ভাইকে মারধর , আদালতে মামলা

0
203
728×90 Banner

মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সম্পত্তি আত্মসাত ও বঞ্চিত করতে আপন ভাইকে মারধর করে নগদ টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙ্গচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো. নাজির মোল্লা (৫০) ও মো. রফিক মোল্লা (৫৫) দের আসামী করে মামলা করেছেন ক্ষতিগ্রস্থ হোন্ডা চালক মো. মতি মোল্লা (৫০)।
মামলার বিবরনে জানা গেছে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের ইসাহাক মোল্লার মৃত‚্যতে রেখে যাওয়া সম্পত্তি আত্মসাত করতে আপন ভাই ওয়ারিশ মো. মতি মোল্লাকে ঘরে ডেকে নিয়ে অত্যাচার শুরু করে। গত ২৯ এপ্রিল সোমবার সকাল ৯ টায় মামলার ১ নং আসামী মো. নাজির মোল্লা মোবাইল ফোনে মো. মতি মোল্লাকে ঘরে ডেকে নেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই আরেক ভাই রফিক মোল্লা দড়জা আটকে এলোপাথারীভাবে মারধর শুরু করে মতি মোল্লাকে। এক পর্যায় মতি মোল্লা শারীরীকভাবে ক্ষত-বিক্ষত হয়। মারধর শেষে মতি মোল্লার সাথে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ভাঙ্চুর করে আটকে রাখে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন ও ৭০ হাজার টাকা মূল্যের ১০০ সিসি মোটরসাইকেল আটকে রাখলে মানবেতর জীবন করছে মতি মোল্লা। বাদি মতি মোল্লার দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালত কলাপাড়া থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here