Daily Gazipur Online

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াকালী) প্রতিনিধি: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ার দৌলতপুর নামকস্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় য্বুক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে (২৫)। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টায় দুর্ঘটনাটি ঘটে। চলন্ত মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসিবের। হাসিব মহিপুর থেকে কলাপাড়ায় আসছিল। পুলিশ লাশটি উদ্ধার করেছে। কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাসিব একটি মোবাইল কোম্পানির বিক্রয় কর্মী ছিল। তার বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নে। বাবার নাম মাওলানা মো. ফারুক হোসেন।