Daily Gazipur Online

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস পুকুরে : আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সলিমপুর এলাকায় পটুয়াখালীগামী রুদ্র-তুর্য পরিবহন রাস্তার খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত মর্জিনা আক্তার, সোনিয়া, মোতালেব, পারভেজ ও গকুল শীলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রæটির কারনে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি ধীরগতিতে পুকুরে নামিয়ে দেয়। ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। বাসটিতে ২০ জনের বেশি যাত্রী ছিল বলে আহতরা জানান।