
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরে নতুন কোন কর বৃদ্ধি না করে ৩২ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৭৪ টাকার উদ্ধৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ বাজেট ঘোষনা করেন। এ সময় ২০১৮-২০১৯ অর্থ বছরের ২০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৯১৩ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়। বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান, সচিব মো. মাসুম বিল্লাহসহ কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
