Daily Gazipur Online

কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মানবিক কার্যক্রম

বাদল চৌধুরী : প্রথম বছরেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ডবাসীর মন জয় করেছেন এবং বিশ্বব্যাপী করোনা দুযোর্গের এই সময়ে আস্থার প্রতিক হয়ে উঠেছেন কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম । সেবা সততা নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে ইতিমধ্যে সেবক হয়ে উঠেছেন । তিনি জণপ্রতিনিধি সর্ম্পকে ওয়ার্ডবাসীর ধারনাই পাল্টে দিয়েছেন ।ওয়ার্ডে ৫০ হাজারেরও বেশি ভোটার ৪ লক্ষেরও অধিক মানুষের বসবাস। নাগরিকদের সুরক্ষায় করোনা দুর্যোগের লকডাউনের ১ম দিন থেকেই মাইকিং ,লিফলেট বিতরন,ইমামদের মাধ্যমে মসজিদে সচেতনতার কার্যক্রম শুরু করেন ।সদ্য ইউনিয়ন পরিষদ থেকে নতুন ওয়ার্ডে মর্যাদা লাভ করায় এলাকায় দরিদ্র লোকের সংখ্যা অনেক এই অবস্থায় প্রধানমন্ত্রী জণনেত্রী শেখ হাসিনার নিজস্ব ও সরকারী ত্রান ৬২৯৫টি কাউন্সিলর তার বাবা এবং ভাইয়ের পক্ষ থেকে ৮৬০০টি পরিবারকে সহায়তা করা হয় । সহায়তার কার্যক্রম এখনো চলছে ।পাশাপাশি জলাবদ্ধতাদূরীকরন,মশক নিধনের কাজ অব্যাহত রয়েছে ।এব্যাপারে আমাদের বিশেষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম বলেন, ৩৭ নং ওয়ার্ড হবে একটি পরিবার সেই আলোকে আমি সুখে -দুখে সকলকে সাথে নিয়ে ন্যায় বিচার ও সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করছি ।আমি নির্বাচনের আগে এলাকাবাসীকে ওয়াদা করেছি কোন সরকারী অনুদান ও সহায়তার একটি শস্য ও পয়সা যেন আল্লাহ আমাকে না খাওয়ায়। সেই কথা রক্ষা করে কাজ করছি ।আল্লাহ আমাদের পরিবারকে অনেক দিয়েছেন তাই সরকারী উন্নয়নমূলক কাজের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও নানা উন্নয়নমূলক কার্যক্রম করছি । তিনি আরো বলেন, এই ওয়ার্ডটি একটি আর্দশ ওর্য়াড হিসেবে গড়ে তুলতে সরকারী হাসপাতাল,সরকারী কলেজ, কমিউনিটি সেন্টার, খেলারমাঠ,বিশুদ্ধ পানির একাধিক পাম্প প্রয়োজন।অউন্নত এলাকা হিসেবে বিশেষ বরাদ্ধের জন্য প্রধানমন্ত্রী জণনেত্রী শেখ হাসিনা ও মেয়র ,স্থানীয় সংসদ সদস্যর সার্বিক সহযেগীতা কামনা করি ।তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদক ও সন্ত্রাস নির্মুলে জিরো টলারেন্স দেখাতে বলেছেন সেই কারনে আমি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষনা করেছি ।ডেঙ্গু মশা নিধনে ম্যাজিষ্ট্রেট সহ আমি বাড়ি বাড়ি টহল,সর্তক ও সচেতন বার্তা অব্যাহত রাখছি । কাউন্সিলর বলেন, উন্নয়নের প্রয়োজনে ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগীতা কামনা করি । তিনি সকলকে নিয়ে এক সাথে পথ চলতে চান বলে আমাদের জানান।