কাজের দক্ষতা বৃদ্ধিতে গবেষণার বিকল্প নাই: উপাচার্য শারফুদ্দিন আহমেদ

0
93
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, কাজের দক্ষতা বৃদ্ধিতে গবেষণার বিকল্প নাই। গবেষণাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা ও গবেষণার গুণগত মানের উন্নয়ন সাধনে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। তবে এই কার্যক্রম আরো জোরদার করতে হবে। আজ ১৩ জুলাই ২০২১ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে আইকিউএসি এর উদ্যোগে আয়োজিত ‘স্ট্রাকচারড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট স্টেশন সেটআপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন। কর্মশালায় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. হরষিত কুমার পালসহ অনান্যরা উপস্থিত ছিলেন। এদিকে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ডি-ব্লকে হেমাটোলজি বিভাগের ‘সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন এন্ড স্টেম সেল থেরাপি’ পরিদর্শনকালে পূর্ণাঙ্গভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় অত্র বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহ উদ্দীন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আজ ১৩ জুলাই ২০২১ইং তারিখে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নিকট করোনা সুরক্ষা সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার মোহাম্মদ আবদুল হাই, মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. একেএম শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইজারের টিকা নিলেন ১০৩৮ জন
এদিকে আজ বেতার ভবনের পিসিআর ল্যাবে ১২ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৬২ হাজার ৭ শত ৬৭ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৫ হাজার ৯ শত ৫৫ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ ১৩ জুলাই ২০২১ইং তারিখে ১ হাজার ৩৮ জনসহ এ পর্যন্ত পর্যন্ত ফাইজারের ৮ হাজার ৪ শত ৩০ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪ শত ২০ জন এবং গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ১৩ জুলাই পর্যন্ত ১০ হাজার ৩ শত ৫২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৬ শত ৭৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৭ শত জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৯২ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here