Daily Gazipur Online

কাটিরহাট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কাটিরহাট উচ্চ বিদ্যালয় ২০০৮ ব্যাচের বাবু অভি দাশ ও ২০০৯ ব্যাচের মুহাম্মদ আসাদুজ্জামান নূরকে ১৬ আগস্ট ২০২০ সকালে সংবর্ধনা প্রদান করা হয় কাটিরহাট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (ব্যাচ-৯৩) পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে ক্যাডারদ্বয়কে এসোসিয়েশনের চলমান সকল মানবকল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয় এবং এসোসিয়েশনের পাশাপাশি সমাজকল্যাণে এগিয়ে আসার জন্য সকলের সাথে তাদের প্রতিও আহবান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মুহাম্মদ আলী আবরাহা দুলাল। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী মুরাদ, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ এরশাদুল আলম চৌধুরী, মুহাম্মদ কুতুব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আবুল মনসুর চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ বখতেয়ার হোসেন, মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, মুহাম্মদ সেলিম উদ্দিন ও মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।