
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার বিকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিয়ারুল হকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা মো: হিরণ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: নাসির উদ্দিন মোল্লা, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি এম মো: মোফাজ্জল হোসেন, অভিভাবক প্রতিনিধি শওকত আলী, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, টঙ্গী সেন্টাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সরকার নজরুল ইসলাম বিপ্লব, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক মল্লিক, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক শামসুন্নাহার, শাহিনা আক্তার, কামরুন্নাহার মনি, নাজমা আক্তার, মোমেনা পারভীন মহুয়া, শামীমা আক্তার, হুসনেয়ারা বেগম, খোদেজা চৌধুরী বিজলী, রোকসানা আক্তার, লিপি আক্তার, খাদিজা আক্তার, শাম্মী আক্তার, পারভীন আক্তার, নূরুন্নেছা শিউলী, গুলশানয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
