
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া উপজেলা তাবলীগ জামায়াতের মারকাজের আমীর বীর মুক্তিযোদ্ধা নূরমোহাম্মদ বেপারী ১ মার্চ, শুক্রবার সকাল ৭ টায় বানারহাওলা গ্রামের কাপাসিয়া বাজারস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি অইন্নাইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সোয়া ৫ টায় কাপাসিয়া পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জানাযার নামাজ শেষে পাবুরস্থ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলার তাবলীগ জামাতের অনুসারী ও ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।






